শিরোনাম :

শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় এড. চিশতী সোহরাব হোসেন


১৪ এপ্রিল, ২০২৩ ৫:১৯ : অপরাহ্ণ

বাংলাদেশ আ’লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. চিশতী সোহরাব হোসেন শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর নগরীর খুলনা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম জাকারিয়া।
এর আগে মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শ্রদ্ধা জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকশ দল মরহুম বীর মুক্তিযোদ্ধা এড. চিশতী সোহরাব হোসেন শিকদারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

 

পরে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এ সময় খুলনা মহানগর ও জেলা আ’লীগ, মহানগর ও জেলা যুবলীগ, মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ, মহানগর কৃষক লীগ, মহানগর তাঁতীলীগসহ বিভিন্ন সংগঠন মরুহুমের প্রতি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক, জেলা সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, নগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সদর থানা সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র চিশতী সালাহউদ্দিন শিকদার।
নগর আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, নগর আ’লীগের সহ-সভাপতি ও চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, এড. এনায়েত আলী, আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এড. রজব আলী সরদার, এড. আইয়ুব আলী শেখ, বিএম এ সালাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মোঃ মনিরুজ্জামান মনি ও জাফরুল­াহ খান সাচ্চু, আ’লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, কামরুজ্জামান জামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলমগীর কবির, কাউন্সিরর জেড এ মাহমুদ ডন, এড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, মোখলেছুর রহমান বাবলু, হাফেজ মোঃ শামীম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, এড. আনিছুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, আজগর আলী মিন্টু, মাহবুবুল আলম বাবলু মোল­া, শেখ সৈয়দ আলী, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, এড. পারভেজ আলম খান, এড. এ কে এম শাহজাহান কচি, মোঃ সফিকুর রহমান পলাশ, শেখ মোঃ আবু হানিফ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, এস এম আসাদুজ্জামান রাসেল, অধ্যাপক এ বি এম আদেল মুকুল, কাউন্সিলর মোজাফ্ফর রশিদী রেজা, এড. তারিক মাহমুদ তারা, আব্দুল হাই পলাশ, ফেরদৌস হোসেন লাবু, বাবুল সরদার বাদল, এড. শামীম মোশাররফ, শেখ এশারুল হক, নজরুল ইসলাম তালুকদার, এড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, মীর বরকত আলী, ড. সাঈদুর রহমান, আহমেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, এড. সাজ্জাদ আলী, এড. আল আমিন উকিল, মোঃ তাজুল ইসলাম, মশিউর রহমান সুমন, মোঃ রুহুল আমিন খান, মোঃ জিলহজ্জ হাওলাদার, মোঃ আমিরুল ইসলাম বাবু, ছাত্রনেতা মোঃ মাহমুদুল হাসান সুজন, রাহুল শাহরিয়ারসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ আ’লীগের জাতীয় কমিটির সদস্য এড. চিশতী সোহরাব হোসেন শিকদারের মরদেহে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর যুবলীগ নেতা এড. আল আমীন উকিল, তাজুল ইসলাম, ইলিয়াস হোসনে লাবু, সবুজ হাজরা, সোহেল বিশ^াস, আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, জব্বার আরী হীরা, মোঃ বনি, এড. আব্দুল­াহ আল মামুন, এড. মেহেদী হাসান প্রমুখ।

আরো সংবাদ