
১৩ এপ্রিল দৈনিক দেশ সংযোগ-এ ‘জুয়ার নগরী খুলনা’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার রাতে কেএমপি প্রেরিত বিবৃতিতে বলা হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ বর্তমানে বাংলাদেশ পুলিশের একটি স্বনামধন্য ইউনিট। এক্ষেত্রে কেএমপি কমিশনার, ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার ও আট থানার অফিসার ইনচার্জদের জড়িয়ে পত্রিকাটিতে যে খবর প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম-সেবা স্বাক্ষরিত প্রতিবদে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বলা হয়েছে কেএমপিতে বর্তমানে জুয়া, মাদক, দেহ ব্যবসা এবং পুলিশের ব্লাকমেইলিং সংক্রান্ত কোন স্পট নেই। এ বিষয়ে সর্বদা থানা এলাকায় গোয়েন্দা বিভাগ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্তৃক নিবিড় মনিটর ছাড়াও প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। কে বা কারা প্রতিহিংসাপরায়ন হয়ে এবং হীনস্বার্থ চরিতার্থ করার জন্য এহেন সংবাদ প্রকাশ করেছেন। এতে খুলনা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের সুনাম ক্ষুণœ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশিত সংবাদ প্রত্যাহারের যথাযথ ব্যবস্থা নিবেন বলে প্রতিবাদ বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করেছে কেএমপি।