শিরোনাম :

খুবিতে আইকিউএসির উদ্যোগে ‘স্পোর্টস কালচার এন্ড প্র্যাকটিস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


১৮ জানুয়ারি, ২০২৪ ১২:২৩ : অপরাহ্ণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘স্পোর্টস কালচার এন্ড প্র্যাকটিস’ শীর্ষক এক প্রশিক্ষণ ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
অনুষ্ঠানে স্বাগত বত্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। আরও বত্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পারসন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুত্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাসিম রেজা, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সানাউল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম ও জগদীশ চন্দ্র জোয়ারদার এবং বিকেএসপি খুলনার উপ-পরিচালক মোঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ বিষয়ভিত্তিক বিভিন্ন টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। এ প্রশিক্ষণে প্রতি ডিসিপ্লিনের একজন শিক্ষক প্রতিনিধি এবং ম্যানেজার/ক্যাপ্টেন পর্যায়ের ৫ জন করে মোট ১৪৫ জন মনোনীত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরো সংবাদ