খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ বুধবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এ শীতবস্ত্র বিতরণ করেন।
বিকালে সিটি মেয়র নগরীর নিউ মার্কেট এলাকায় ১৭নং ওয়ার্ড এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পরে সিটি মেয়র নগরীর ১৯, ৬, ২ ও ২৭নং ওয়ার্ড এলাকার শীতার্তদের মাঝে পৃথক পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করেন। সিটি মেয়র তীব্র শীতে ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জন্য সামর্থবান সকলকে এগিয়ে আসার আহবান জানান।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য ও ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহম্মেদ, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: জাকির হোসেন বিপ্লব, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, এস এম মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোজী ইসলাম নদী, মাজেদা খাতুন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।