খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশ, জাতি ও নিজের ভাগ্য পরিবর্তনের জন্য শিার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতাসম্পন্ন শিার্থীরাই ল্য অর্জনে সম। শিক্ষার্থীদের নিজ নিজ লক্ষ্য অর্জনে তিনি পাঠ্য বাইয়ের বাইরে গিয়েও নানামুখী জ্ঞান চর্চায় মনোনিবেশ করতে হবে।
সিটি মেয়র আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ অডিটরিয়ামে উচ্চ মাধ্যমিক পরীা-২০২৩ এ জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কলেজ কর্তৃপ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে মিশন শুরু করেছেন আজকের শিার্থীদেরকেই সে মিশন বাস্তবায়ন করতে হবে। জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে আগামী একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে সিটি মেয়র মজিদ মেমোরিয়াল সিটি কলেজকে এক সময়ের রাজনীতির সুতিকাগার হিসেবে উল্লেখ করে বলেন, কলেজটি আমার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান বিধায় এর উন্নয়নে আমৃত্যু প্রচেষ্টা চালিয়ে যাবো। খুলনার উন্নয়ন কার্যক্রমের বিবরণ তুলে ধরে তিনি বলেন, শীঘ্রই নগরীতে পনের তলা বিশিষ্ট সিটি সেন্টার নির্মাণের কাজ শুরু হবে। গৃহীত সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হলে খুলনা মহানগরী নগরবাসীর কাঙ্খিত একটি নগরীতে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন।
কলেজের অধ্য প্রফেসর শেখ মোঃ বদিউজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ড যশোরের পরীা নিয়ন্ত্রক ড’ বিশ্বাস শাহিন আহমেদ। অন্যান্যের মধ্যে কলেজের শিক পরিষদের সাধারণ সম্পাদক এবিএম অহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক শেখ মোঃ আব্দুল্লাহ, কলেজের সাবেক ভিপি ফয়েজুল ইসলাম টিটো, কৃতী শিার্থী হাবিবা নুসরাত মিম, ওয়াহিদ কবির প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে সিটি মেয়র কৃতী শিার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগরীর ৫ ও ১৫নং ওয়ার্ড এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। দলীয় কার্যালয়ে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ দলীয় নেতৃবৃন্দ।