শিরোনাম :

যে কারণে আইপিএলে শাস্তি হলো অশ্বিনের


১৪ এপ্রিল, ২০২৩ ৪:৫২ : অপরাহ্ণ

আইপিএলে আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে বিপাকে পড়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থান রয়েলসের এই অলরাউন্ডারের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
বুধবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে অসন্তোষ প্রকাশ করেন অশ্বিন। পরদিন তাকে শাস্তি দেওয়ার কথা জানায় আইপিএল কর্তৃপক্ষ।

চেন্নাইয়ের ইনিংসের ১২তম ওভারে অশ্বিনের বলে শুভম দুবে এলবিডব্লিউ হওয়ার পর পরই বল বদলান আম্পায়াররা। সাধারণত শিশিরের কারণে বল গ্রিপ করতে সমস্যা হলে ফিল্ডিং দলের অনুরোধে বল বদলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
কিন্তু এই ম্যাচে রাজস্থানের পক্ষ থেকে এমন কিছু চাওয়া হয়নি বলে জানান অশ্বিন। আম্পায়ারের এমন সিদ্ধান্ত নিয়ে কথা বলে শাস্তি পেলেন অশ্বিন।

আইপিএলের নিয়মন অনুসারে ম্যাচের কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে খেলোয়াড়, অফিসিয়ালদের নিয়ে অনুপযুক্ত মন্তব্য করা লেভেন-১ বিধি ভাঙার শামিল।

আরো সংবাদ