শিরোনাম :

মেহেরপুরে বিএসটিআই’র অভিযান : ৫ হাজার টাকা জরিমানা


৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:৪১ : অপরাহ্ণ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মেহেরপুর জেলার সদরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজেদুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) একটি মোবাইল কোর্ট পরিচালনা হয়। এ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি হলো, মেহেরপুর সদরের বামনপাড়ার নিউ পপুলার বেকারী। এ প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৩৭ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে বিএসটিআই সিএম লাইসেন্স ব্যাতিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের বিক্রয় বিতরণ না করার জন্য বিএসটিআই থেকে বলা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) নাঈর আউসাফ রহমান। জনস্বার্থে খুলনা বিএসটিআই’র এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ