শিরোনাম :

মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না করে বিএনপি’র একজন কর্মীও ঘরে ফিরবে না


১৪ এপ্রিল, ২০২৩ ৫:১৭ : অপরাহ্ণ

বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, মানুষ কষ্টের কথা বললেও তাকে এখন ধরে নিয়ে অত্যাচার করা হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পর্যন্ত হুমকির সম্মুখীন। হারানো অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা, আশা ও আকাঙ্খা নিয়ে জনগন বিএনপি’র পাশে এসে দাঁড়িয়েছে উলে­খ করে বিএনপি’র শীর্ষ নেতারা বলেছেন, মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত বিএনপি’র একজন নেতা-কর্মীও ঘরে ফিরে যাবে না। গতকাল বৃহস্পতিবার নগরীর অভিজাত হোটেলে খুলনা বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভায় ও ইফতার মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

যুবদলের সহ-সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ ও সহ-সাংগঠনিক সম্পাদক ইবাদুল হক রুবায়েদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপু, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি তরিকুল ইসলাম বনি, মহসিন মোল­া ও নুরুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুমুল হক, মোঃ কামরুজ্জামান, আলমগীর হোসেন সোহান, আবু আতিক আল হাসান মিন্টু, মেহেবুব মাসুম শান্ত, শরীফ উদ্দিন জুয়েল, সামসুজ্জোহা সুমন, সাদিউল কবির নিরব প্রমুখ।
সভা শেষে ইফতারের পূর্বে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

আরো সংবাদ