শিরোনাম :

কেসিসি’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হচ্ছেঃ মেয়র


৩১ জানুয়ারি, ২০২৪ ১২:১৭ : অপরাহ্ণ

খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের ২য় সাধারণ সভা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের ২য় সাধারণ সভা বুধবার বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাবেক প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম, কেসিসি’র সাবেক কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন; কবি, উপন্যাসিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর আবু বকর সিদ্দিক, সাবেক কৃতী ফুটবলার এস.এম. মনসুর আহম্মেদ ও সিনিয়র সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক-এঁর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় কেসিসি’র স্থায়ী কমিটি গঠন, উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষে প্রকল্প গ্রহণ, খুলনা সিটি কর্পোরেশনের খসড়া বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন ২০২২-২০২৩ অনুমোদনের লক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, কেসিসি’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হচ্ছে। করোনা মহামারীর কারণে বেশ কিছু প্রকল্পের কাজ পিছিয়ে গেলেও বর্তমানে সেইসব প্রকল্পের কাজ গতিশীল করা হয়েছে। প্রকল্পসমূহের কাজ যথাসময়ে বাস্তবায়নের জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিগণকে সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
কেসিসির মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহম্মেদ, এস এম খুরশিদ আহম্মেদ টোনা ও মেমরী সুফিয়া রহমান শুনু, কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলামসহ কেসিসি’র কাউন্সিলর, সংরতি আসনের কাউন্সিলর, কর্মকর্তা ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।

আরো সংবাদ